ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার কাগজের সাহিত্য সম্পাদক কাজী মোহাম্মদ আলমগীরের পিতৃবিয়োগ
Published : Friday, 8 January, 2021 at 12:00 AM, Update: 08.01.2021 12:50:04 AM
কুমিল্লার কাগজের সাহিত্য সম্পাদক কাজী মোহাম্মদ আলমগীরের পিতৃবিয়োগস্টাফ রিপোর্টার।। কুমিল্লা হযরতপাড়া নিবাসী দৈনিক কুমিল্লার কাগজের সাহিত্য সম্পাদক কাজী মোহাম্মদ আলমগীরের পিতা মো: জয়নুল আবেদীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজবাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ১কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর হযরতপাড়া ঈদগাহ ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে কাটাবিল কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় ইমামতি করেন মো: রফিকুল ইসলাম।
জানাজায় উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: আফসান মিয়া, সাবেক কাউন্সিলর এডভোকেট শওকত আকবর, শিক্ষক ইসমাইল সরকার, নিয়াজ মো: খান, জাহাঙ্গীর আলম, জ ামাল হোসেন, রাজু আহম্মেদ, হেলাল আহমেদ, রেজাউল করিম জগলু, আবুল কাশেম, ডা. হেলাল মোর্শেদ, মামুনুর রশিদ, কবির পাটোয়ারী, কবি আহমেদ কবীর, সেলিম মিয়াজী, মহানগর যুবলীগ নেতা গোলাম মোস্তফা শরীফ, হৃদয়ের মেলা ইউসুফ হাইস্কুল ৯৩ ব্যাচ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার মুসুল্লিগণ।
কুমিল্লার কাগজ পরিবারের শোক:
কুমিল্লার কাগজের সাহিত্য সম্পাদক কাজী মোহাম্মদ আলমগীরের পিতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সম্পাদক আবুল কাশেম হৃদয়, ব্যবস্থাপনা সম্পাদক শাহিনুর নাহার শিমু, উপ সম্পাদক জহির শান্ত, যুগ্ম বার্তা সম্পাদক মো: নাছির উদ্দিন, অনলাইন ইনচার্জ কাজী শামীম প্রধান প্রতিবেদক তানভীর দীপু, স্টাফ রিপোর্টার মাসুদ আলম, ফারুকুল ইসলাম ফারুক, আবুল কালাম আজাদ, দ্বীন মোহাম্মদ, রাশেদুল হাসান ফরহাদ।
তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।