ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাথরুমের মেঝে খুঁড়ে ফেনসিডিল উদ্ধার
Published : Saturday, 9 January, 2021 at 5:12 PM
বাথরুমের মেঝে খুঁড়ে ফেনসিডিল উদ্ধাররাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি বাড়ির নির্মাণাধীন বাথরুমের মেঝের মাটি খুঁড়ে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গোদাগাড়ী থানার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল শুক্রবার সন্ধ্যায় উপজেলার তালধারী গ্রামে রুজেলা বেগম (৪০) নামে এক নারীর বাড়িতে এ অভিযান চালায়। রুজেলা বেগমকে গ্রেফতার করা হয়। রুজেলার স্বামীর নাম মিনারুল ইসলাম। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুজেলার ছেলে মো. রুবেল (২৭) পালিয়ে যেতে সক্ষম হন। তবে তাকে পলাতক আসামি করে থানায় মামলা হয়েছে। আর এ মামলায় গ্রেফতার দেখিয়ে তার মা রুজেলাকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, বিকালে তিনি খবর পান রুজেলা বেগমের বাড়ি থেকে ফেনসিডিল বিক্রি করা হয়। এরপর সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রুবেল পালিয়ে যান। তবে তার মাকে আটক করা হয়।  পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ভিতর নির্মাণাধীন বাথরুমের মেঝে খুঁড়ে ফেনসিডিল উদ্ধার করা হয়। একটি জারকিনের ভেতর অভিনব কায়দায় ফেনসিডিলগুলো লুকিয়ে রাখা হয়েছিল।