আমিরাত দলে ছড়িয়ে পড়েছে করোনা
Published : Tuesday, 12 January, 2021 at 11:56 AM
করোনাকালে
স্বাভাবিক ছন্দে চলতে পারছে না আন্তর্জাতিক ম্যাচ। দক্ষিণ
আফ্রিকা-ইংল্যান্ড সিরিজেও একই ঘটনা ঘটেছিল। বার বার স্থগিত হচ্ছিলো করোনার
হানায়। এবার সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডের চলমান সিরিজেও হানা
দিয়েছে করোনা। টানা দ্বিতীয় দিনের মতো স্থগিত হলো সিরিজের দ্বিতীয় ওয়ানডে।প্রথম
ম্যাচটি ঠিকঠাক মতো গড়ালেও আরব আমিরাত দলে করোনার হানায় পরের ম্যাচ মাঠে
গড়াতেই পারেনি। রবিবার ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু দলটির তৃতীয়
একজন খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় সেদিনের ম্যাচটি স্থগিত করা হয়। পরে
ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। এই অবস্থায় পুরো দলের ৪৮ ঘণ্টার
আইসোলেশনের মাঝেই আরব আমিরাত ক্রিকেট বোর্ড আরও একজনের করোনা সংক্রমণের খবর
জানিয়েছে। এ নিয়ে তাদের ক্যাম্পে করোনায় আক্রান্ত পাওয়া গেলো ৪জন।ফলে
পুরো দলকে যেহেতু বাড়তি সময়ের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে, তাই বাকি তিন
ওয়ানডে ঠিকমতো মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় রয়েই গেছে। কারণ জানুয়ারির ২১
তারিখ থেকেই আবুধাবিতে আফগানিস্তানের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে খেলবে
আইরিশরা।আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। তাই বুঝে শুনেই তারা পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে।উল্লেখ্য, প্রথম ম্যাচটিতে আইরিশদের ৬ উইকেটে হারিয়ে চমক সৃষ্টি করেছে আরব আমিরাত।