জানুয়ারি ১১-১২, ২০২১ তারিখে এইড-কুমিল্লার বাস্তবায়নে, UN Woman এর অর্থায়নে Christian Aid এর কারিগরী সহযোগিতায় Combating gender Based Violence-in Bangladesh প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতা: জেন্ডার সংবেদনশীল প্রতিরোধ কৌশল বিষয়ক প্রশিক্ষণে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, চৌদ্দগ্রাম উপজেলা, কুমিল্লা, উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধি নিয়ে ২(দুই) দিন ব্যাপি প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ বি এম বাহার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, রাশেদা আক্তার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, রোকেয়া বেগম শেফালী, নির্বাহী পরিচালক, এইড-কুমিল্লা, আরো উপস্থিত ছিলেন তাসনুভা তাজিন, প্রোগ্রাম অফিসার, Christian Aid, ঢাকা ।