ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
Published : Wednesday, 13 January, 2021 at 12:00 AM
কবির হোসেন,তিতাস ঃ কুমিল্লার তিতাসে মাদক জিরো ট্রলারেন্স রাখতে উপজেলার কলাকাান্দি ইউনিয়নের বিট পুলিশিং কতৃক আয়োজনে স্থানীয়দের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ওই ইউনিয়নের মাছিমপুর বাজারস্থ বিট পুলিশিং কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, তিতাসে কোন মাদক থাকবেনা, মাদক জিরো ট্রলারেন্স রাখতে হবে এবং মাদককারবারী ও সেবন কারীদের হুশিয়ার করে বলেন হয় মাদক ছাড় না হয় তিতাস ছাড়।
সভায় উপস্থিত বিভিন্ন পেশা-শ্রেণির মানুষের প্রতি আহ্বান রেখে ওসি বলেন, আপনারা মাদক প্রতিরোধে সোচ্চার হন এবং বিট পুলিশিংকে সহযোগাতিা করুন।  
সভায় উপস্থিত স্থানীয়দের মধ্যে কলাকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি গাজী সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, মাদক এবং ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিংকে সর্বাত্বক সহযোগিতা করবো, তবে পুলিশ তথ্য প্রদান কারীর গোপনীয়তা রক্ষা করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম (ওসি তদন্ত), মাছিমপুর বাজার কমিটির সভাপতি আব্দুল বাতেন সরকার (রেনু ভান্ডারী), সাধারণ সম্পাদক হাসান বশির, মুনসুর আলী মেম্বার, কামাল ম্বেম্বার ও হাসান মাহমুদ অপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।