ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু
Published : Wednesday, 13 January, 2021 at 12:00 AM
প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের আইপিওর আবেদন শুরু হয়েছে মঙ্গলবার থেকে।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০ টাকা দামের ১ কোটি ৫০ লাখ শেয়ার পুঁজিবাজারে ছেড়ে ১৫ কোটি টাকা তুলবে এ কোম্পানি।
এই অর্থ দিয়ে তারা অফিস কিনবে, ব্যাংক থেকে ঋণ হিসেব নেওয়া ঋণ পরিশোধ করবে এবং ডিজিটাল স্বাস্থ্য সেবার উন্নয়ন করবে বলে নিয়ন্ত্রণক সংস্থাকে জানিয়েছে।
ই-জেনারেশন লিমিটেডের আইপিওর এই আবেদন আগামী সোমবার পর্যন্ত চলবে। একজন বিনিয়োগকারী একটি বিও হিসাব থেকে এক লট শেয়ারের জন্য আবেদন করতে পারবেন।
প্রতি লটে ৫০০ শেয়ার হিসেবে আবেদন করত খরচ হবে পাঁচ হাজার টাকা। মোট শেয়ারের তুলনায় বেশি আবেদন জমা পরলে লটারির মাধ্যমে শেয়ার বণ্টনের ব্যবস্থা হবে।
গত অক্টোবর মাসে ই-জেনারেশন লিমিটেডের আইপিও অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
ই-জেনারেশন লিমিটেড সফটওয়্যার তৈরি করে এবং তথ্য প্রযুক্তি খাতের পরামর্শক হিসেবে কাজ করে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানির চেয়ারম্যান সৈয়দা কামরুন নাহার আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান।
২০১৯ সালে ই-জেনারেশন মুনাফা করেছে ১০ কোটি ৯০ লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ ১৩১ কোটি ২৫ লাখ টাকা।
সেই হিসেবে রিটার্ন অন অ্যাসেট হচ্ছে ৮ দশমিক ৩০ শতাংশ। নেট প্রফিট মার্জিন ২৯ দশমিক ৯৫ শতাংশ।
২০১৯ সালের হিসেবে শেয়ার প্রতি মুনাফা ১ টাকা ৮২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ২০ টাকা ৫৬ পয়সা।
আগের দুই বছর যথাক্রমে ১০ কোটি ৪৯ লাখ ও ৮ কোটি ৬৮ লাখ মুনাফা দেখিয়েছে এ কোম্পানি।