ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হিলি স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় চালের খালাস শুরু
Published : Wednesday, 13 January, 2021 at 12:00 AM
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা ভারতীয় চালের খালাস কার্যক্রম শুরু হয়েছে। গত তিনদিন ধরে কাষ্টমসের দেওয়া আমদানি মূল্য জটিলতায় চালগুলো বন্দরে খালাসের অপেক্ষায় আটকে ছিল।
মঙ্গলবার বন্দরের সিএন্ডএফ এজেন্টস মো. সেরেগুল ইসলাম জানান, চাল আমদানিকারকেরা প্রতি মেট্রিকটন ৩৫৬ ডলার দিয়ে ভারত থেকে কিনে তারা আমদানি করছেন। গত শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করার পর তারা সেই চাল খালাসের জন্য কাষ্টমস অফিসে যান। এসময় কাষ্টমস কর্তৃপক্ষ চালের আমদানি মুল্য ৪২০ ডলার ছাড়া খালাসের প্রক্রিয়া সম্পন্ন করবেন না বলে জানান। তারপর থেকে এই জটিলতার কারণে চালগুলো খালাস করে নেওয়া হয়নি।
তিনি বলেন, বন্দরে ট্রাকে বোঝাই অবস্থায় পড়ে ছিল। সোমবার রাতে কাষ্টমস কর্তৃপক্ষ সর্বনিম্ন আমদানি মূল্য ৩৭৫ ডলার নির্ধারণ করে। এর ফলে রাত সাড়ে ১০টা থেকে বন্দরে আটকে থাকা চালের খালাস শুরু করা হয়েছে।