বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
Published : Wednesday, 13 January, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধা, নারী বীর মুক্তিযোদ্ধা ও আগামী প্রজন্ম (আমাদের সন্তানদের) সমন্বয়ে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। ১১ জানুয়ারি বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সেবামূলক একমাত্র প্রতিষ্ঠান ন্যাশনাল এফ, এফ, ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভার মধ্যদিয়ে এ সম্মাননা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ন্যাশনাল এফ, এফ, ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস. এম. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জ্ঞানগর্ব বক্তব্য উপস্থাপন করেন ও নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিঃ (বঙ্গবন্ধু স্যাটেলাইট) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসটি অত্যন্ত স্বরণীয়। তার কারন বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই হানাদারবাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তান কারাগারে নিয়ে যায়। ১০ জানুয়ারি দেশে ফিরে বঙ্গবন্ধু বলেছিলেন আমি এ বাংলার মাটিতে আমার গণমানুষের কাছে ফিরে এসেছি, এখন থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব। প্রধান অতিথি আরও বলেন, করোনাকালেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মানেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা সুবেদার আবদুল ওহাব (বীর প্রতীক)। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে রোজিনা আক্তার রীনা এবং ন্যাশনাল এফ, এফ, ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সম্পাদক রুহুল আমিন মজুমদার এবং অন্যতম ভাইস চেয়ারম্যান ও যুদ্ধকালীন কমান্ডার আনোয়ার হোসেন ভূইয়া।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও ন্যাশনাল এফ, এফ, ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলম প্রধান অতিথির মাধ্যমে নারী বীর মুক্তিযােদ্ধাদের সম্মাননা প্রদান করে সমাপনী বক্তব্যে বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার স্বপ্নে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও আগামী প্রজন্মের সন্তানদের ঐক্যবদ্ধ হয়ে থাকার আবেদন জানান। অনুষ্ঠানে উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে মূল্যায়ন তথা স্বরণীয় করে রাখার তাগিদ দিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।