ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবারও আর্জেন্টাইন স্ট্রাইকারের ঝলক
Published : Wednesday, 13 January, 2021 at 6:54 PM
আবারও আর্জেন্টাইন স্ট্রাইকারের ঝলকদুই অর্ধে দুই গোল পেলো বসুন্ধরা কিংস। তাতেই প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার অস্কার ব্রুজনের দল ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। একটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা, অন্যটি মোহাম্মদ ইব্রাহিম।

সদ্য ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। দুই দিনের ব্যবধানে তাদেরকে লিগের প্রথম ম্যাচ খেলতে হলো। আর ম্যাচের শুরু থেকে ব্রুজনের দল আক্রণাত্মক ভূমিকায়। প্রতিপক্ষ উত্তর বারিধারা মাঝেমধ্যে আক্রমণে উঠেছে। তবে সুযোগ পেয়েও গোল করতে পারেনি তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষকে চাপে রেখে খেলেছে বসুন্ধরা। তবে তাদের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। ওভারল্যাপ করে ওপরে ওঠে বিশ্বনাথ ঘোষ ক্রস বাড়িয়েছিলেন, তা এক ডিফেন্ডারের মাথা হয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার বেসেরার হেডে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে যায় জালে।

এর আগে ১৯ মিনিটে বিশ্বনাথের ক্রসে বেসেরার হেড ক্রসবারে লেগে ফিরে আসলে গোল পাওয়া হয়নি। ২৪ মিনিটে রবিনিয়োর ফ্রি কিকে খালেদ শাফির হেড ক্রসবার উঁচিয়ে যায়।

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা। ড্রেসিংরুম থেকে ফিরে আগের মতোই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তারা। তবে ৪৮ মিনিটে বারিধারার সুমন রেজা ভালো সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু তার শট তালুবন্দী করেন বসুন্ধরা গোলকিপার।

৫৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় বসুন্ধরা। মোহাম্মদ ইব্রাহিম প্লেসিং শটে গোল করেন। বেসেরার দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ডিফেন্সচেরা পাস থেকে ইব্রাহিম বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে করেন লক্ষ্যভেদ।

দুই গোলে পিছিয়ে থাকা বারিধারা চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের স্কোরলাইন রেখে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা।

আগামীকালের খেলা (বৃহস্পতিবার):

আবাহনী-বাংলাদেশ পুলিশ, বিকেল ৪টা

ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম