কর্মদক্ষতা বিবেচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটটি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে মিরপুর বিভাগ। বুধবার (১৩ জানুয়ারি) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে গত বছরের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেয় ডিএমপি। সভায় ভালো কাজের পরিপ্রেক্ষিতে অন্যান্য ক্ষেত্রেও পুরস্কার ঘোষণা করা হয়।
এতে ডিএমপি ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এমএম মঈনুল ইসলাম। অফিসার ইনচার্জদের (ওসি) মধ্যে প্রথম হয়েছেন কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর।
পুলিশ পরিদর্শকদের (তদন্ত) মধ্যে প্রথম হয়েছেন যাত্রাবাড়ী থানায় কর্মরত মো. শাহীনুর রহমান। পুলিশ পরিদর্শক অপারেশনদের মধ্যে প্রথম হয়েছেন আদাবর থানার মো. ফারুক মোল্লা।
যৌথভাবে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন পল্লবী থানার মো. শরীফুল ইসলাম ও কোতয়ালী থানার পাভেল মিয়া। যৌথভাবে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন ওয়ারী থানার মো. নুর ইসলাম ও মতিঝিল থানার হেলাল উদ্দিন।
এদিকে, নয়টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন। এছাড়া, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস।
মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন ডিবি গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন। অজ্ঞান ও মলমপার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন ডিবি রমনার ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তরিকুর রহমান।
আটটি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। এতে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন কোতোয়ালি ট্রাফিক জোনে কর্মরত বিমান কুমার দাস। একই বিভাগে কর্মরত কাজী আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে। যৌথভাবে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন শাহবাগ ট্রাফিক জোনে কর্মরত মো. রোকনুজ্জামান ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের আব্দুল কাদের।
এছাড়াও ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার ৫৮ কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। বিশেষ ক্যাটাগরিতে প্রসিকিউশন বিভাগ, আইএডি বিভাগ, উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ) ও উপ-পুলিশ কমিশনারদেরকে (ট্রাফিক-মতিঝিল বিভাগ) পুরস্কৃত করা হয়।
এছাড়াও বিট পুলিশিং কার্যক্রমে পাঁচ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।