ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিউজিল্যান্ডের পার্লামেন্টে কুড়ালের আঘাত, দরজা ভাঙল দুর্বৃত্ত
Published : Wednesday, 13 January, 2021 at 7:20 PM
নিউজিল্যান্ডের পার্লামেন্টে কুড়ালের আঘাত, দরজা ভাঙল দুর্বৃত্তকুড়ালের আঘাতে নিউজিল্যান্ড পার্লামেন্টের দরজা ভেঙ্গে ফেলেছে এক দুর্বৃত্ত। বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে বলে সিএনএন জানিয়েছে।

গ্রীষ্মকালীন ছুটি থাকায় ওই সময় পার্লামেন্ট ভবনে খুব বেশি লোক উপস্থিত ছিলেন না। এ ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলার কোনো যোগসূত্র আছে কিনা তাই খতিয়ে দেখছে তদন্তকারীরা।

এ ঘটনার পর পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিউজিল্যান্ডে এ ধরনের হামলার ঘটনা বিরল। নিরাপত্তার কড়াকড়ি ছাড়াই স্বাভাবিক চলাফেরা করেন দেশটির আইনপ্রণেতারা।

দেশটির পুলিশ জানায়, দরজা ভাঙলেও ভিতরে ঢোকার চেষ্টা করেননি ওই ব্যক্তি। ঘটনার ১০ মিনিটের মধ্যেই আটক করা হয় তাকে।  

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বুধবার ৩১ বছর বয়সী হামলাকারীকে আদালতে তোলা হবে। অপরাধ প্রমাণিত হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে তার।