ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেমি ডে আসছেন আজ
Published : Thursday, 14 January, 2021 at 12:00 AM
জেমি ডে আসছেন আজআাগামী মার্চে জাতীয় দলের ব্যস্ত সূচি। বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়নশিপ ছাড়াও আছে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব। সেই ল্েয এবার আগেভাগেই ঢাকায় আসছেন জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে। আজ বৃহস্পতিবার আসছেন তিনি।
শুরু হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল। ডের আগেভাগে ঢাকায় আসার কারণ হলো মাঠে বসে লিগের খেলা দেখা। অবশ্য এসেই সরাসরি মাঠে যেতে পারবেন না বাংলাদেশের প্রধান কোচ। ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টিনে। এই সময় পর্যন্ত হোটেলে তাকে টেলিভিশনে খেলা দেখতে হবে। কোয়ারেন্টিন পর্ব শেষ হওয়ার পরই শিষ্যদের সঙ্গে সাাৎ করার সুযোগ পাবেন তিনি।
আগামী ফেব্রুয়ারিতে হবে জামাল ভূঁইয়াদের আবাসিক ক্যাম্প। গতকাল (বুধবার) ডের ঢাকায় আসার খবর জানিয়ে জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের জাতীয় দলের কোচ জেমি ডে কাল ঢাকায় আসবেন। এরপর তিনি সরকারি নিয়ম অনুসারে ১৪ দিন কোয়ারেন্টিন করবেন। কোয়ারেন্টিনে থেকে টিভিতে খেলা দেখবেন। বাকি যে নিয়ম আছে সেগুলো মেনে চলবেন। কোচের সঙ্গে আমাদের কথা হবে।’
ডের আসার আগেই অবশ্য ঢাকায় পৌঁছে গেছেন তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস। এই ইংলিশ কোচ এখন আছেন কোয়ারেন্টিনে।