বুড়িচংয়ে ফেনসিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
Published : Friday, 15 January, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুমিল্লা -বুড়িচং -মীরপুর সড়কের ভরাসার গোবিন্দ পুর এলাকার সোনার বাংলা কলেজের সামনে বুধবার রাত ১০.৪৫ মিনিটে অভিযান চালিয়ে ৩০৩ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল ও ৬কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান বুধবার রাতে কুমিল্লার বুড়িচং থানার সেকেন্ড অফিসার এস আই সুজয় কুমার মজুমদার, এ এস আই মোঃ অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা -বুড়িচং -মীরপুর সড়কের উপজেলার ষোলনল ইউনিয়ন এর ভরাসার গোবিন্দ পুর এলাকায় সোনার বাংলা কলেজের সামনে অবস্থান নেয়। রাত ১০.৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লাগামী একটি মালবাহী পিকআপকে থামিয়ে তল্লাশি করে। এসময় ওই পিকআপ ( ঢাকা- মেট্রো, ন- ১৪- ১৬৫৪) থেকে ৩০৩ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল ও ৬কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পিকআপে থাকা চালক ও অন্যান্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ পিছন থেকে ধাওয়া করে এক জন কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো জেলার ব্রাণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের (ড্রাইভার বাড়ির) মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৪)। এ ব্যপারে বৃহস্পতিবার সকালে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে এবং আটক মাদক ব্যবসায়ী মানিক মিয়াকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।