ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সেনাবাহিনীর ফ্রি ভেটেরিনারী ক্যাম্পেইন
Published : Friday, 15 January, 2021 at 12:00 AM, Update: 15.01.2021 1:12:44 AM
কুমিল্লায় সেনাবাহিনীর ফ্রি ভেটেরিনারী ক্যাম্পেইন নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিশা পাড়া মাঠে সেনাবাহিনীর মিলিটারি ফার্মের ব্যবস্থাপনায় ক্যাম্পেইন উদ্বোধন করেন-লে.কর্ণেল একেএম মনজুর এলাহী,পিএসসি,আরভিএফসি।এসময় মেজর কাজী মো: ওমর ফারুক,ক্যাপ্টেন মো: মিজানুর রহমান,লে.মো: ওলিউর রহমান,লে.মো: শওকত জামান,ভেটেনারি সার্জন ডা: মো: রাকিবুল হাসান।
সামাজিক দায়িত্ববোধ থেকে কুমিল্লা সেনাবাহিনীর শীতকালিন প্রশিক্ষণ কর্মসূচীর পাশাপাশি  এলাকার দরিদ্র জনসাধারনের গবাদি প্রাণীদের বিনা মূল্যে টিকা,ঔষধসহ জেলঅ প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় চিকিৎসাসেবা দেয়া হয়।
ক্যাম্পইনে খামারিদের গবাদি প্রাণী লালন পালনে উৎসাহ প্রদান করে দিনব্যাপী প্রায় কয়েক হাজার গবাদি প্রাণীকে টিকাসহ ঔষধসহ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।