ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২০৪১ সালে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ নিবে-- জেলা প্রশাসক
Published : Friday, 15 January, 2021 at 12:00 AM, Update: 15.01.2021 1:12:51 AM
২০৪১ সালে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ নিবে-- জেলা প্রশাসকমো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেছেন, বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় আমরা নানান সুফল পাচ্ছি। ইতিপূর্বে যারা যে সকল কর্মসূচী স্বপ্নেও অনুধাবন করেন নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবে রূপ দিয়েছেন। রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা জনগণের দৌড়গোঁড়ায় পৌঁছে দিয়েছেন। আমার বাড়ি আমার খামার প্রকল্প থেকে ঋণ নিয়ে গ্রামের খেটে খাওয়া মানুষ এখন সাবলম্বী। রাস্তা-ঘাট, ভৌত অবকাঠামোর আমূল পরিবর্তন হওয়ায় বিভিন্ন খামারিসহ ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা গ্রামে গ্রামে গড়ে ওঠেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা ২০৪১ সাল পর্যন্ত অব্যাহত থাকলে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ নিবে, আর আমরা পাব বিশ্বের উন্নত রাষ্ট্রের মুকুট।
জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রশিক্ষিত ৪৯ জন নারীকে সেলাই মেশিন ও ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, ইউপি চেয়ারম্যান নজরুল ইাসলাম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান প্রমুখ।
তাছাড়াও জেলা প্রশাসক অবুল ফজল মীর জেলার প্রাচীন বিদ্যাপিঠ শ্রীকাইল সরকারি কলেজ পরিদর্শন শেষে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। পরে চন্দনাইল কমিউনিটি কিনিক পরিদর্শনসহ চন্দনাইল গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকার ভোগিদের সাথে উঠান বৈঠকে তাদের সাফল্যের গল্প শোনেন।
কুমিল্লা জেলা প্রশাস সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর গতকাল ১৪ জানুয়ারি মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল সরকারি কলেজ পরিদর্শন ও কলেজের শিকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিঁনি চন্দনাইল আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক-এর উঠান বৈঠকে অংশগ্রহণসহ শ্রীকাইল ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, চন্দনাইল মডেল কমিউনিটি কিনিক পরিদর্শন করেন। এছাড়া তিঁনি ২০১৯-২০ অর্থবছরে এল.জি.এস.পি-৩ প্রকল্পের অর্থায়নে ১নং শ্রীকাইল ইউনিয়নের দুঃস্থ, অসহায় ও গরীব মানুষের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করেন এবং মুজিব শতবর্ষ উপলে “ক” তালিকাভূক্ত ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের লে গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও নবনির্মিত মুরাদনগর উপজেলা কমপ্লেক্স শিশু পার্কের উদ্বোধন করেন।