বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বে”ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠন। শনিবার বিকালে আনন্দ র্যালিটি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্যালয় থেকে শুরু জোবেদা খাতুন মহিলা বিশ^বিদ্যালয় কলেজ গেইট, নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্বর হয়ে স্বপ্নিল টাওয়ার সংলগ্ন এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান বাবুল, আনোয়ার হোসেন খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেলের পরিচালনায় বক্তারা বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই তার কন্যা শেখ হাসিনা দেশকে নিয়ে যা”েছন উন্নয়নের মহাসোপানে। বর্তমানে সারা দেশে চলছে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ। মেট্রোরেল, পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে চলেছে।
প্রসঙ্গত, আওয়ামীলীগ ১৯৯৬ সালের ২৩ জুন শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামীলীগ সে বছরের ১২ জুনের সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। ২০০১ সালের সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ পরাজিত হয়। শেখ হাসিনা বিরোধীদলের নেতা নির্বাচিত হন। ২০০৬ সালে রাজনৈতিক জটিল পরি¯ি’তি তৈরি হওয়ার পরে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। প্রায় দুই বছর ক্ষমতায় থাকার পর ওই সরকার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে। এই নির্বাচনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। শেখ হাসিনা ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের পর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মতো সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার টানা দ্বিতীয়বারের মতো যাত্রা শুরু করে। এছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় আরও উপ¯ি’ত ছিলেন উপজেলা স্বে”ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএস আবদুল মান্নান মোল্লা, পৌর আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বে”ছাসেবকলীগের সদস্য মো. নুরুল আমিন, মো. সাদ্দাম হোসেন, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাছান, গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাকিম খান প্রমুখ।