Published : Sunday, 17 January, 2021 at 4:34 PM, Update: 17.01.2021 4:54:09 PM
কুমিল্লায় করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি ও করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান ব্যব¯’াপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন নিয়াতুজ্জামান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ মহিউদ্দিন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় সিভিল সার্জন নিয়াতুজ্জামান জানান, প্রাথমিক ভাবে কুমিল্লা জেলা থেকে ১ লাখ ৩৪ হাজার ৮ শত ৯২ জনের ভ্যাকসিনের চাহিদা সম্পন্ন তালিকা তৈরী করা হয়েছে। সরকারি বিধি মেনেই এই তালিকা তৈরী করা হয়েছে।
তবে সভায় এই তালিকায় কুমিল্লার আরো মানুষের চাহিদা তৈরীর জন্য বলেন কমিটির উপদেষ্টা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার।