সম্প্রতি হোয়াটসঅ্যাপের ব্যাক্তিগত তথ্য সংক্রান্ত নীতিমালার পরিবর্তনের ফলে তথ্যের নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে বাংলাদেশিরা বিপ (BiP) নামক অ্যাপস ব্যবহারে ঝুঁকে পড়েছে।
আংকারাভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলুর দেয়া তথ্য মতে বাংলাদেশে বার্তা পাঠানোর অ্যাপস ব্যবহারের তালিকায় গুগোল প্লে স্টোরে শীর্ষ অবস্থানে রয়েছে বিপ।
মূলত ব্যাক্তগত তথ্য নিরাপদ ও গোপন রাখার যে অঙ্গীকার করেছে বিপ তার ফলশ্রুতিতেই দক্ষিণ এশিয়ায় স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বিপের জনপ্রিয়তা তৈরী হয়েছে। ঢাকাভিত্তিক সংবাদকর্মী আওলাদ হোসেন বলেন, '' আমার মনে হয় হোয়াটসঅ্যাপের তুলনায় বিপ অ্যাপস ব্যবহার নিরাপদ কারণ আমার ব্যাক্তিগত তথ্যের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে বিপ কর্তৃপক্ষ।''
হোয়াটস এপের নীতিমালায় সাম্প্রতিক পরিবর্তনের ঘোষণার পর তিনি বিপ অ্যাপসটি ব্যবহার শুরু করেছেন বলে জানান।
হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীর তথ্য ফেসবুকের সাথে শেয়ার করার ঘোষণা দিয়েছে আর এতে নিজের তথ্যের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার লক্ষ্যেই তিনি বিপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন, বলেন আওলাদ হোসেন।
বর্তমানে হোয়াটসঅ্যাপের স্বত্ত্ব ফেসবুক কিনে নেয়ায় কোম্পানীটি ধাপে ধাপে তাদের নীতিমালায় কিছু পরিবর্তন আনে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যবহারকারীর অনেক তথ্যই ফেসবুকের সাথে শেয়ার করার ঘোষণা। আর এতেই বিপ এপ ডাউনলোডের ধুম পড়ে যায়।
বিপ এর প্রশংসা করে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন আইটি কর্মী যোগ করেন স্ট্যাটাস প্রদান এবং থিম পরিবর্তনের মতো সুবিধা যোগ হলে বিপ আরও জনপ্রিয় হয়ে উঠবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান ধারায় বিপ ডাউনলোড অব্যহত থাকলে খুব শীঘ্রই বাংলাদেশে এর ব্যবহারকারী দশ লক্ষাধিক ছাড়িয়ে যাবে।