অবশেষে ক্যাপটি হাতে পেলেন সাকিব
Published : Monday, 18 January, 2021 at 12:00 AM
২০২০
সালের শেষে ঘোষণা করা হয়েছিল আইসিসির দশকসেরা ওয়ানডে দল। সেই দলের অন্যতম
সদস্য সাকিব আল হাসান। টেস্ট ও টি–টোয়েন্টির দশক–সেরা দলে জায়গা না পেলেও
ওয়ানডে দলে তার না থাকার কোনো কারণ ছিল না। একাদশে থাকা সব ক্রিকেটারদের
সম্মানসূচক টুপি উপহার দিয়েছে আইসিসি। আজ অনেকদিন পর সেই টুপি হাতে পেয়েছেন
বিশ্বসেরা অল-রাউন্ডার।
আজ রবিবার নিজের ফেসবুক পেজে আইসিসির দশক-সেরা
ওয়ানডে দলের স্মারক ক্যাপটি মাথায় পরে ছবি দিয়ে সাকিব লিখেছেন, 'অবশেষে
ক্যাপটি পেলাম।' সাকিব এখন উইন্ডিজের বিপে হোম সিরিজ উপলে জাতীয় দলের বায়ো
বাবলে আছেন। নিষেধাজ্ঞা আর করোনাকাল কাটিয়ে ১৫ মাস পর এই সিরিজ দিয়েই তিনি
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন।
গত ডিসেম্বরে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা
আলাদা আলাদাভাবে তিনটি দশক সেরা একাদশ নির্বাচন করে। ছেলে ও মেয়েদের দল
মিলিয়ে ৫৫ জনের মধ্যে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এই দলে কোনো
পাকিস্তানি ক্রিকেটারের জায়গা হয়নি। ওয়ানডে দলে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়
ভারতের। দুজন করে আছেন অস্ট্রেলিয়া ও দণি আফ্রিকা থেকে।