ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে প্রাবাসীর উপর হামলা ও গুলি, গ্রেপ্তার ১
Published : Monday, 18 January, 2021 at 12:00 AM, Update: 18.01.2021 12:30:16 AM
চৌদ্দগ্রামে প্রাবাসীর উপর হামলা ও গুলি, গ্রেপ্তার ১নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার চৌদ্দগ্রামে চাঁদা না দেওয়ায় প্রবাসীকে গুলি এবং ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা মামলায় নাজমুছ সাকিব (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জানা যায়, গত বছর (১৩ অক্টোবর) মঙ্গলবার সকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের  প্রবাসীর আবদুর কাইয়ুম রনির ওপর চাঁদাবাজরা এই হামলা চালায়। হামলার সময় জীবন রক্ষায় তিনি পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনে করলে পুলিশ ওই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এরপর তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
হামলা ও হত্যা চেষ্টায় পরবর্তীতে তিনি বাদী কুমিল্লা আদালতে একটি অভিযুক্তদের আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী করা হয় চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে মৃত আবদুর সোবানের ছেলে নাজমুছ সাকিব (২২) তার ভাই শাহাদাত হোসেন সুমন (৩০)। রবিবার পিবিআই অভিযান চালিয়ে প্রধান আসামী সাকিবকে গ্রেফতার করে। জানা যায় তার বিরুদ্ধে থানায় আরও একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম জানান, হামলায় প্রবাসীকে গুলির অভিযোগে সাকিব নামে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় সাকিবসহ তার ভাই আসামি। সাবিককে গ্রেফতার করতে পারলেও অপর আসামি সুমন পালাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।