Published : Monday, 18 January, 2021 at 12:00 AM, Update: 18.01.2021 12:30:21 AM
স্টাফ রিপোর্টার: গতকাল রোববার (১৭ জানুয়ারী) দুপুরে কুমিল্লা আইনজীবি সমিতি ভবনের ৭ নং হল রুমে আইনজীবিদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার। সভায় ৩ শতাধিক আইনজীবী অংশগ্রহণ করে। এ সময় ৫১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে এডভোকেট মাসুদ সালাউদ্দিনকে আহবায়ক ও সাবেক পিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সিদ্দিকুর রহমান, সাবেক পিপি এডভোকেট মজিবুর রহমান, সিনিয়র এডভোকেট সর্দার আলী আজাদ, এডভোকেট শামসুল আলম লিটন, এডভোকেট রেজাউল করিম, কুমিল্লা আইন কলেজের সাবেক ভিপি এডভোকেট নাজমুল বারী চৌধুরী, এডভোকেট সৈয়দা রেখা, এডভোকেট জুলফু মিয়া, এডভোকেট সাদেক হোসেন, এডভোকেট আলাউদ্দিন টিপু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট সুবীর নন্দী ও এডভোকেট ফয়সাল।
বক্তারা বলেন- দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের কমিটি না থাকায় দুর্বল নেতৃত্বের কারণে কুমিল্লা আইনজীবী সমিতির বিগত নির্বাচনে ভরাডুবি হয়েছে। যা অতীব দু:খ জনক। তারই ফলশ্রুতিতে আওয়ামী পন্থী আইনজীবিরা এই সাধারণ সভার আয়োজন করে। সভায় ১৬টি উপজেলার আইনজীবিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরো বলেন- আগামী ১১ মার্চ ২০২১ইং তারিখ কুমিল্লা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত নির্বাচনে আইনজীবি সমিতির ১৭টি পদের মধ্যে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ সভাপতিসহ মাত্র ৫টি পদ লাভ করে। বাকী ১২টি পদ লাভ করে সাধারণ সম্পাদকসহ বিএনপি নেতৃত্বাধীন প্যানেল। গত নির্বাচনের শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।