Published : Monday, 18 January, 2021 at 12:00 AM, Update: 18.01.2021 12:30:43 AM
নিজস্ব
প্রতিবেদক: ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত সংঘ মনিষা, দার্শনিক-লেখক
ধর্মরক্ষিত মহাথেরো’র মরদেহ অন্তেষ্টিক্রিয়ার জন্য বিশেষ ব্যবস্থায় সরংক্ষণ
করে রাখা হয়েছে। প্রখ্যাত এ মনিষির সংঘদান অনুষ্ঠান আগামী ২১ জানুয়ারি
অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তাঁর মৃত্যুর পর ধর্মীয় রীতিতে আচার-আয়োজন
সম্পন্নের লক্ষ্যে ৭ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ২১ জানুয়ারি
পেটিকাবদ্ধ অনুষ্ঠান ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা এবং
অন্তেষ্টিক্রিয়া সম্পন্নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বর্তমানে তাঁর
শবদেহ বিশেষ কায়দায় কুমিল্লা বাগান বাড়ী বৌদ্ধ বিহারে সংরক্ষি রয়েছে।
উল্লেখ্য,
কনকস্তুপ বৌদ্ধ বিহার কুমিল্লার অধ্যক্ষ, উপ সংঘরাজ ধর্মরক্ষিত মহাথেরো গত
১৫ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল পরলোকগমন করেন। ওই দিনই ঢাকা
বাড্ডা বিহার, কমলাপুর বৌদ্ধ বিহারে শ্রদ্ধানিবেদন শেষে কুমিল্লা নিয়ে আসা
হয়। পরদিন ১৬ জানুয়ারি কনকস্তুপ বিহারে সারাদিনব্যাপি অনুষ্ঠানমালা শেষে
দেহসংরক্ষণ করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাংবাদিক শ্যামল বড়–য়া ববি
জানান, তাঁর মরদেহটি বিশেষ কায়দায় সংরক্ষণ করে রাখা হয়েছে। ২১ জানুয়ারি
পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।