ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাস উপজেলায় কাবাডি প্রতিযোগিতা
Published : Monday, 18 January, 2021 at 5:56 PM
তিতাস উপজেলায় কাবাডি প্রতিযোগিতাকুমিল্লা তিতাস  উপজেলায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গাজীপুর খান সরকারী মডেল স্কুল এন্ড কলেজ  মাঠে গতকাল  এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার জানান, বর্তমান কোভিড পরি¯ি’ততে  স্বা¯’্যবিধি মেনে সীমিত পরিসরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হ”েছ। তিনি বলেন , শারীরিক ও মানসিক বিকাশে যে কোন ধরণের ক্রীড়া চর্চা অনসীকার্য। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই কাবাডি খেলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেবার লক্ষে কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে আজকের এ আয়োজন। এ প্রতিযোগিতার ফলে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।

তিতাস উপজেলার ০৪ টি দল এ  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মনাইরকান্দি ইয়াং স্টার ক্লাবের বালক দল গাজীপুর খান সরকারী মডেল স্কুল এন্ড কলেজ বালক দলকে ৩০-১৫ পয়ে›টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
 
কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার, সুমন কুমার মিত্রের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন গাজীপুর খান সরকারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  আব্দুল বাতেন । এছাড়া অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন গাজীপুর খান সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক  মো: আতাউর রহমান.বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক মো: খোরশেদ অঅলম টাইগার সহ শিক্ষকমন্ডলী  ও ¯’ানীয় গণ্যমান্য ব্যাক্তি ।