নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় সাপের বিষসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। রবিবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দু’জন হলেন--মোস্তফা কামাল (৫৫) ও মিজানুর রহমান মধু (৪৩)। অভিযানে তাদের কাছ থেকে দু’টি কাঁচের জারে তরল এবং চারটি কাঁচের জারে পাউডার জাতীয় সাপের বিষসহ একটি কার্টন উদ্ধার করেছে র্যাব।
ধারণা করা হচ্ছে এই বিষের আনুমানিক বাজার মূল্য ৭০ কোটি টাকা।
এছাড়াও গ্রেফতারকৃত দু’জনের কাছ থেকে ৭ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে রবিবার রাতেই র্যাবের নায়েব সুবেদার শেখ মনিরুজ্জামান বাদী হয়ে পলাতক দু’জনসহ চারজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, রাজধানী লালবাগ ক্যাম্পের সিপিসির্যা ব-১০’এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা কামালের বাড়ি থেকে মোস্তফা কামাল ও মিজানুর রহমান মধুকে গ্রেফতার করে। এ সময় আবুল বাশার ও আসফাকুর রহমান ভুট্টু নামের আরো দু‘জন ওই বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিরা আন্তর্জাতিক চোরাকারবারি দলের সক্রিয় সদস্য এবং এদের মধ্যে মিজানুর রহমান মধুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ এর সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আনিসুর জামান জানান, "আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদাইর এলাকায় একটি আন্তজার্তিক চোরাকারবারির সদস্যরা পাচারের উদ্দেশ্যে সমবেত হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আমরা দু’জনকে আটক করতে সক্ষম হই।"
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বিষ পাচারের বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে, এ বিষগুলো তারা ফ্রান্স ও ইন্ডিয়া থেকে অবৈধভাবে বাংলাদেশে এনেছে বিদেশে পাচারের জন্য।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, "এ বিষয়ে এখনো তদন্ত চলছে এবং দ্রুতই গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে। উদ্ধারকৃত বিষ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।"