ক্রিকেটে ফেরার শর্ত দিলেন আমির
Published : Tuesday, 19 January, 2021 at 12:00 AM
গত
মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এই
বাঁহাতি পেসার তার আকস্মিক অবসরের জন্য দায়ী করেছিলেন টিম ম্যানেজমেন্টকে।
সম্প্রতি গুঞ্জন উঠেছে সিদ্ধান্ত পাল্টে ফিরছেন তিনি। এরই প্রতিক্রিয়ায়
আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে শর্ত জুড়ে দিলেন আমির।
ক্রিকেট বোর্ডের
মানসিক নির্যাতন সইতে না পেরে দেশের হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত থেকে সরে
আসার ঘোষণা দেন আমির। তার ইমেজ নষ্ট করার জন্য প্রধান কোচ মিসবাহ উল হক ও
বোলিং কোচ ওয়াকার ইউনুসকে দোষারোপ করেন। এই টিম ম্যানেজমেন্ট বিদায় নিলেই
কেবল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বাঁহাতি পেসার।
ফেরার গুঞ্জনের
প্রতিক্রিয়ায় আমির টুইট করেছেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, হ্যাঁ আমি
আবারও পাকিস্তানের হয়ে খেলতে পারি। যদি এই ম্যানেজমেন্ট চলে যায়। সুতরাং
শুধুমাত্র গল্প বিক্রির জন্য দয়া করে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন।’
গত
সপ্তাহে আমির বলেছিলেন, পাকিস্তানের ড্রেসিং রুমের পরিবেশে আমূল পরিবর্তন
আনা দরকার। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘খেলোয়াড়দের একটু জায়গা আর ছাড় দেন।
ড্রেসিং রুমে আতঙ্কিত পরিবেশ তৈরি করবেন না। এই খেলোয়াড়রা আপনাদের ম্যাচ
জিতিয়ে দেখাবে।’