Published : Tuesday, 19 January, 2021 at 12:00 AM, Update: 19.01.2021 12:25:52 AM
সৌরভ মাহমুদ হারুন / ইসমাইল হোসেন নয়ন।।
কুমিল্লার বুড়িচং - ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে বিআরটিএ কর্তৃক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে রেজিষ্ট্রেশন বিহীন মোট ২৪টি সিএনজি চালিত অটোরিক্সা আটক করেছে। সোমবার (১৮ জানুয়ারি) সকালে অভিযানটি পরিচালনাকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট (কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়) জনি রায়। অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নিদের্শে বিআরটিএ কর্তৃপক্ষ উপজেলা সদর থেকে ১৪ টি সিএনজি চালিত অটোরিক্সা আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নিকট সুপর্দ করে। অপর দিকে বুড়িচং উপজেলা সদরে একই নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১০ টি রেজিষ্ট্রেশন বিহীন অটোরিকশা সিএনজি জব্দ করে বুড়িচং থানা পুলিশে সোর্পদ করা হয়।
অভিযানে বিআরটিএ এর প থেকে সার্বিক সহযোগিতা করেন, বিআরটিএ এর সহকারী পরিদর্শক সাব্বির আহামেদ, উচ্চমান সহকারী মোতাহের হোসেন, অফিস সহকারী রাজিব চন্দ্র শিল, তানভির আহাম্মেদ, সিল ম্যাকানিক সালাউদ্দিন টিপুসহ পুলিশের একটি দল।
এই ব্যাপারে সিল ম্যাকানিক সালাউদ্দিন টিপু জানান, গত ২বছর যাবত বিআরটিসি কর্তৃপ সিএনজি অটোরিক্সার রেজিষ্টেশন দিয়ে আসছে এবং এই বিষয়টি বিআরটিসি কর্তৃপ বিভিন্ন ভাবে প্রচার প্রচারনা করেছে। তারপরও চালকরা তাদের রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিক্স জেলার বিভিন্ন সড়কে চালিয়ে যাচ্ছে। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সিএনজি অটোরিক্স আটক করে নিকটস্থ থানা পুলিশের নিকট সুপর্দ করা হচ্ছে। সিএনজি অটোরিক্সা মালিক ও চালকগণ তারা তাদের প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে জেলা বিআরটিসি দপ্তরে রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করলে তাদের সিএনজি অটোরিক্সা ফেরত দেওয়া হবে। আর এই অভিযান জেলার প্রতিটি সড়কে অব্যাহত থাকবে।