Published : Tuesday, 19 January, 2021 at 12:00 AM, Update: 19.01.2021 12:26:12 AM
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিা বিভাগের আয়োজনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিটঘর টিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম।
বিশেষ অতিথি ছিলেন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, প্রাথমিক শিা অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা খাতুন, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য বেগম রোকেয়া স্বর্ণপদক প্রাপ্ত রতœগর্ভা মা প্রফেসর জোহরা আনিস।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক শিা কর্মকর্তাগণ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নত দেশগুলোতে প্রাথমিক শিা ব্যবস্থায় গুরুত্ব দেয়া হয়। আমাদের দেশেও বর্তমান সরকার মতায় আসার পর মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিা ব্যবস্থা অধিক গুরুত্বারোপ করেছেন। শিকের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিার্থীদের জন্য মিড-ডে মিল, উপবৃত্তি, বিনামূল্যে বই ও আধুনিক শিা উপকরণ বিতরণ সহ নানা পদপে গ্রহণ করেছে। বর্তমানে প্রাথমিক শিা ব্যবস্থা অতীতের অন্যান্য সময়ের চেয়ে আমুল পরিবর্তন হয়েছে। শিকদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিা দেয়ার জন্য অনুরোধ করেন তিনি। তিনি আরো বলেন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে শিকদের ভূমিকা গুরুত্বপূর্ন।
বিশেষ অতিথি নবীনগর উপজেলার কৃতি সন্তান কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য বেগম রোকেয়া স্বর্ণপদক প্রাপ্ত রতœগর্ভা মা প্রফেসর জোহরা আনিস বলেন, শিা জাতির মেরুদন্ড আর শিা েেত্র প্রাথমিক শিা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন শিার্থীদের শিা জীবনে প্রাথমিক স্তরটিই হচ্ছে মূল ভিত্তি। সে জন্য প্রাথমিক শিায় বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বর্তমান শিার্থীরা আগামির ভবিষ্যত। তারাই একসময় উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবে। একজন ভাল শিকের গুণাবলী সম্পর্কে সকল শিকদের অবগত থাকতে হবে। শিার্থীদের নিজ সন্তানের মতো যতœ নিয়ে পড়াতে হবে। তাহলেই শিার্থীরা একসময় সমাজে জ্ঞানের আলো ছড়াবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিা ব্যবস্থায় অধিক গুরুত্বারোপ করায় তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।