আলমগীর হোসেন,দাউদকান্দি ||
আসন্ন দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মেয়র পদে এক জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩ প্রার্থীর প্রার্থীতা বাতিল করছে রিটার্নিং অফিসার কামরুল ইসলাম খান।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার কামরুল ইসলাম খান তাদের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। এসময় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার উপস্থিত ছিলেন।
মেয়র পদে গোলাম মহিউদ্দিন তালুকদার (স্বতন্ত্র) এবং কাউন্সিলর পদে ২ নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৪ নং ওয়ার্ডে আফসার উদ্দিন ও শাহজাদা মজুমদারের প্রার্থীতা বাতিল করা হয়েছে । সংরক্ষিত আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।
মেয়র পদে আ’লীগ মনোনীত বর্তমান পৌর মেয়র নাইম ইউসুফ সেইন (নৌকা), বিএনপি মনোনীত নূর মোহাম্মদ সেলিম সরকার (ধানের শীষ), মোহাম্মদ আবু মুছা (স্বতন্ত্র), মো: শাহজাহান মিয়া (স্বতন্ত্র) ও তাসলিমা চৌধুরী সিমিনকে (স্বতন্ত্র) প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
আগামী ২৬ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৭ জানুয়ারী প্রতীক বরাদ্ধ দেয়া হবে। ১৪ ফেব্রুয়ারী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।