Published : Tuesday, 19 January, 2021 at 12:00 AM, Update: 19.01.2021 12:26:29 AM
ফারুক
আল শারাহ: কুমিল্লায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ১ জন
মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। জেলায় নতুন
করে আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে জেলায় করোনায় সংক্রমিতের সংখ্যা
হলো ৯,১৭৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮,৪৮২ জন।
জেলা সিভিল
সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সোমবার (১৮ জানুয়ারি)
কুমিল্লায় ৮৭টি নমুনার রিপোর্ট আসে। আগত রিপোর্টে ৮ জনের পজিটিভ ও ৭৯টি
নেগেটিভ। আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ৬ জন, মুরাদনগর ১ জন ও বুড়িচং
উপজেলার ১ জন।
জেলায় একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ
করেছেন। ৬০ বছর বয়সী পুরুষ ব্যক্তির বাড়ি সিটি করপোরেশন এলাকায়। জেলায়
একদিনে করোনা সংক্রমিত কোন রোগী সুস্থ হননি।
সূূত্রে জানা যায়,
সোমবার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭২টি। এ পর্যন্ত
জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ৫০,৪৮৫টি। তার মধ্যে রিপোর্ট এসেছে
৫০,০৫৫টি। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন ৪৩০টি। প্রাপ্ত রিপোর্টে পজিটিভ ৯,১৭৩
জন এবং নেগেটিভ ৪০,৮৮২টি। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৬৯ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮,৪৮২ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে
চিকিৎসাধীন ৪২২ জন।
কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ
মেরাজ চৌধুরী জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ
করেছেন তাদের মৃত্যুর কারণ বিশ্লেষণে দেখা গেছে, শতকরা ৮০ থেকে ৮৫ শতাংশ
করোনা আক্রান্ত রোগী পূর্ব থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি,
শ্বাসকষ্ট, অ্যাজমা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
তিনি
বলেন, যারা এসব জটিল রোগে ভূগছেন তাদেরকে চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা
অবলম্বন করা উচিত। করোনামুক্ত থাকার জন্য যা করনীয় তার সবটাই মেনে চলতে
হবে। আর তারা আক্রান্ত না হলে মৃত্যুর হারও অনেক কমে আসবে।