মো. মিজানুর রহমান ||
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ পুলিশ দেশ স্বাধীনের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। করোনাকালেও পুলিশের সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে জনগণের জীবন রক্ষায় অকাতরে ঝাঁপিয়ে পড়েছে। কুমিল্লা জেলা পুলিশ সকল ভাল কাজের সাথে আছে এবং সব সময় থাকবে। জেলার প্রতিটি থানাকে জনগণের আশ্রয় স্থল হিসেবে তৈরী করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় গিয়ে যেন হয়রানীর শিকার না হয় সেদিকে সজাগ দৃৃষ্টি রাখা হবে। পুলিশের সকল ভাল কাজে তিনি সকলের সহযোগিতা কামণা করেছেন। তিনি গতকাল সোমবার বিকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা মাঠে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার আয়োজনে আয়োজিত শীতার্থ এতিমদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মোহতামিম মুফতি ইয়াকুব আলী চৌধুরী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আজিম-উল-আহসান, সহকারী পুলিশ সুপার সদর দক্ষিণ সার্কেল প্রশান্ত পাল, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার খাদেমুল বাহার, সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ¦ আব্দুল মালেক ভূঁইয়া, সমাজকর্মী আলহাজ¦ গাজী মো. ছাদেকুর রহমান, পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য শফিকুল আলম, ব্যবসায়ী সাইফুল ইসলাম বাবুল, তিশা প্লাসের ব্যবস্থাপনা পরিচালক দুলাল হোসেন অপু, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মো. আব্দুর রবসহ বিশিস্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।