রণবীর
ঘোষ কিংকর: চলমান পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য দেশের রাজনৈতিক
সংগঠনগুলোর কেন্দ্রিয় কমিটি প্রার্থী মনোনীত করলেও কাউন্সিলর ও সংরক্ষিত
কাউন্সিলরদের দলীয় সমর্থন দিয়ে আসছে সংগঠনগুলোর উপজেলা কমিটি।
চান্দিনা
পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির মনোনয় নিয়ে
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন নৌকা প্রতীকে মো. শওকত হোসেন
ভূইয়া। তবে উপজেলা আওয়ামীলীগ ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত
ওয়ার্ডে যে ১২ প্রার্থীকে কাউন্সিলর প্রার্থীকে মনোনীত করেছেন তাদের ৬জনই
পরাজিত হয়। আর পরাজিত ৬ জনের মধ্যে ৩জনই বর্তমান কাউন্সিলর।
তাদের
মধ্যে সাধারন কাউন্সিলর পদে ৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন। পৌরসভার
১নং, ২নং, ৪নং ও ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী
হতে পারেননি। এছাড়া সংরক্ষিত ৩টির ২টি পদেই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী
পরাজিত হয়েছেন। এসব পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হন।
সুষ্ঠু,
নিরপেক্ষ ও অবাধ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত হওয়ায় সাধারণ ভোটাররা
নির্বিঘেœ ভোট প্রদানের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে
জয়যুক্ত করেছেন। এক্ষেত্রে যারাই নির্বাচিত হয়েছেন ভোটারদের মন জয় করে জয়ী
হয়েছেন বলে অভিমত দেন তারা।
পৌর নির্বাচনে ৯টি সাধারন কাউন্সিলর পদে
আওয়ামীলীগ সমর্থিত প্যানেল ৫ জন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ৩ জন জয়ী
হন। বিএনপি সমর্থিত একমাত্র প্রার্থী ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কামাল
হোসেন বিজয়ী হন।
অপরদিকে ৪টি ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী যারা
পরাজিত হয়েছেন তারা হলেন- ১ নং ওয়ার্ডের মো. আব্দুর রহিম (পানির বোতল), ২
নং ওয়ার্ডের মো. জাকির হোসেন সরকার (টেবিল ল্যাম্প), ৪ নং ওয়ার্ডে মো.
বাচ্চু মিয়া (ডালিম) ও ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. সূরুজ ভূইঁয়া
(ডালিম)। এছাড়াও আওয়ামীলীগ সমর্থিত সংরক্ষিত-১ ওয়ার্ডে পরাজিত হয়েছেন
বর্তমান মহিলা কাউন্সিলর মোসা. মিনোয়ারা বেগম (আনারস) ও সংরক্ষিত-২ আসনে
বর্তমান মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার (চশমা)।
নির্বাচনী ফলাফল
পর্যালোচনা করে দেখা যায়, ১ নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন
৯৫১টি ভোট। এ ওয়ার্ডে আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী বর্তমান কাউন্সিলর
আক্তার আহমেদ নাদিম (উটপাখি) ১ হাজার ৪৪ টি ভোট পেয়ে বেসরকারিভাবে
নির্বাচিত হয়েছেন।
২ নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন
৫৫৫ ভোট। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. আবু কাউসার (পাঞ্জাবি) ৬৫৬ টি
ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৪ নং ওয়ার্ডে আওয়ামীলীগ
সমর্থিত প্রার্থী পেয়েছেন ৫০৯ টি ভোট। বিএনপি প্রার্থী মো. কামাল হোসেন
(পানির বোতল) ৭৪৪ টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৬ নং
ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন ৩৮৮ ভোট। আওয়ামীলীগের বিদ্রোহী
প্রার্থী মো. নজরুল (উটপাখি) ৮২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে
সংরক্ষিত আসন- ১ ( ১, ২ ও ৩নং ওয়ার্ড) এ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী
পেয়েছেন ২ হাজার ৫৮০ ভোট। আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোসা. মোর্শেদা বেগম
(জবা ফুল) ৩ হাজার ৭১২ টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত
আসন- ২ ( ৪, ৫ ও ৬নং ওয়ার্ড) এ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন ২
হাজার ৫৭৩ ভোট। আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আমেনা বেগম (আনারস) ৩ হাজার
৪৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।