মাসুদ আলম।।
মনোনয়নপত্র
ও হলফনামায় স্বাক্ষর না থাকায় কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে
যাচাই-বাছাইয়ের সময় সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর
মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা জেলা নির্বাচন অফিসে
প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র
বাতিল করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান,
যাচাই-বাছাইয়ে হোমনা পৌরসভার ৯নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী
রফিকুল ইসলামের হলফনামায় স্বাক্ষর ছিল না। অন্যদিকে ওই পৌরসভার ৭, ৮ ও ৯
(৩নং) সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ফাতেমা বেগমের
মনোনয়নপত্রে স্বাক্ষর ছিল না। যার কারণে ৫৫ জন্য প্রার্থীর মধ্যে এই দুইজন
কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
তিনি আরও জানান, হোমনা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে তিন মেয়রসহ ৫৩জন প্রার্থীর যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য,
এই হোমনা পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থীসহ ৫৩ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত
প্রার্থী ও বর্তমান পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, বিএনপির মনোনীত
প্রার্থী আবদুল লতিফ ও ইসলামী শাসনতন্ত্র আবদুল হাকিম।
এছাড়া পৌরসভার
৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত
৩টি ওয়ার্ডে ১১ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।