ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাদক বিক্রি করে অট্রালিকা নির্মাণ,দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী ও সেলসম্যান গ্রেফতার
Published : Wednesday, 20 January, 2021 at 5:23 PM
  মাদক বিক্রি করে অট্রালিকা নির্মাণ,দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী ও সেলসম্যান গ্রেফতার কুমিল্লার তিতাস উপজেলায় মাদক বিক্রি করে অট্যলিকা নির্মাণ করেছে এক মাদক বিক্রেতা,দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী ও সেলসম্যানকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। মঙ্গলবার রাতে তিতাস থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাজীপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলো উপজেলার গাজীপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে মাদক কারবারী মুর্শিদ(৬২),স্ত্রী পেশকার খাতুন(৫৫) ও একই গ্রামের মৃত আলম মিয়ার ছেলে সেলসম্যান নাজমুল হাসান(২১)। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় মুর্শিদ ও তার স্ত্রী পেশকার খাতুন ছেলে মোশারফসহ পরিবারের সকলে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আছে এবং গাঁজা বিক্রি করে তারা অট্রালিকার নির্মাণ করেছে। এলাকাবাসী আরো জানায় মুর্শিদকে পুলিশ একাধিকবার গ্রেফতার করে কোর্টে প্রেরণ করলেও আইনের ফাক ফোকরে সে বের হয়ে এসে পূনরায় গাঁজা বিক্রি অব্যাহত রাখে। তিতাস থানার এস আই আলমগীর বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ এস আই মধু সুধন,এস আই হাকিম ও এ এস আই ফারুকহ সঙ্গীয় ফোর্স নিয়ে মুর্শিদের বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজী গাঁজাসহ মুর্শিদ, তার স্ত্রী পেশকার খাতুন ও সেলসম্যান নাজমুলকে গ্রেফতার করতে সক্ষম হই। এছাড়াও মুর্শিদ ও তার ছেলের নামে তিতাস থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আজ বুধবার দুপুরে গ্রেফতার কৃতদেরকে কুমিল্লা কোর্টে প্রেরণ করেছে।
সংবাদের সাথে ছবি আছে
কবির হোসেন
তিতাস,প্রতিনিধি
মোবাইল-০১৭১০৬৪৪০৭৫
তাং-২০/১/২০২১ইং