ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সদস্যদের মাঝে সরকারি টিন প্রদান
বুড়িচং প্রতিনিধি
Published : Wednesday, 20 January, 2021 at 7:02 PM
বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সদস্যদের মাঝে সরকারি টিন প্রদানকুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মহিষমারা পশ্চিমপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ৬ বান্ডেল টিন প্রদান করা করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মদ সাবিনা ইয়াছমিন।এসময় ষোলনল ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, মো. এরশাদুল হক ভুইয়া মেম্বার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. গিয়াস উদ্দীন ভূইয়া, আ: রশীদ, মো. কামাল উদ্দীন, মো. নাসির উদ্দীনসহ এলাকার অন্যান্য নেতৃস্থানীয়ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এছাড়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত সোয়া ১ টায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মহিষমারা পশ্চিমপাড়ায় মো. জাহের ভূইয়া ও মো. মহসিন ভুইয়ার বসত ঘরে অজ্ঞাত নামা স্থান থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা তাদের দুই পরিবারের বসত ঘর ও পাকের ঘরে গিয়ে পৌঁছে। এসময় ঘরে থাকা লোকজন কোনরকমে ঘরের বাহির হতে পারলে ও তাদের ঘরে থাকা আসবাবপত্র, নগদ ৭০ হাজার টাকা ও বাছুর দেয়া সম্ভাবনার একটি উন্নত জাতের গাভী পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।