চাইলেই আগ্রাসী খেলা যেত না: তামিম
Published : Thursday, 21 January, 2021 at 12:00 AM
ওয়েস্ট
ইন্ডিজের বিপে ৬ উইকেটের জয় দিয়ে অধিনায়ক তামিম ইকবালের যাত্রা শুরু
হয়েছে। ক্যারিবীয়দের মাত্র ১২২ রানে ধসিয়ে দিয়েও মিরপুর শেরে বাংলায় অবশ্য
জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে টাইগারদের।
তামিম-সাকিবদের খেলতে হয়েছে খুবই
সাবধানে। তারপরও স্পিনে কাটা পড়তে হয়েছে। ম্যাচ শেষে অধিনায়ক তামিম জানান,
কঠিন এই উইকেটে চাইলেই আগ্রাসী শট খেলা যেত না।
দেশসেরা ওপেনার বলেন,
'ম্যাচ নিয়ে কোন নালিশ নেই। আমরা বল হাতে খুবই ভালো শুরু করেছিলাম।
মুস্তাফিজের শুরুটা খুবই ভালো হয়েছিল। রুবেলও ভালো করেছে। তরুণ পেসার হাসান
মাহমুদের ক্যারিয়ার যাত্রাও ভালো হয়েছে। স্পিনে আবার সাকিব এবং মিরাজ
দারুণ করেছে। ব্যাট করার জন্য খুবই কঠিন উইকেট ছিল। কেউ চাইলেই এই উইকেটে
আগ্রাসী শট খেলতে পারতেন না।'
মিরপুরের এই উইকেটে সর্বশেষ দুই পঞ্চাম
ওভারের ঘরোয়া ম্যাচে আড়াইশ'র ওপরে রান উঠেছে। সিরিজের শুরুর ওয়ানডে ম্যাচেও
ভালো রান হওয়ার কথা ছিল। কিন্তু শীতের বুজবুজে আবহাওয়া এবং হালকা বৃষ্টির
কারণে উইকেট বোলিং স্বর্গ হয়ে যায়। তামিমের মতে, রোদ উঠলে পরিস্থিতি ভিন্ন
হতে পারতো।