চলে গেলেন দেশের ক্রিকেটের শুরুর সেনানী
Published : Thursday, 21 January, 2021 at 12:00 AM
করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে ক্রিকেট সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক
সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ মারা গেছেন। বুধবার রাজধানীর একটি
হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ...রাজিউন)।
রাইসউদ্দিনের ছেলে আশফাক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টায়
দিকে তার বাবা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। করোনা পজিটিভ হলে গত ২৫
ডিসেম্বর রাইসউদ্দিন আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাংলাদেশের
ক্রিকেট উত্থানের সঙ্গে জড়িয়ে আছে রাইসউদ্দিনের নাম। ১৯৭৭ সালের ৭ জানুয়ারি
তিন দিনের ম্যাচ দিয়ে মেরিলিবোন ক্রিকেট কাবের (এমসিসি) বিপে বাংলাদেশ
জাতীয় দল যাত্রা শুরু করে। ৪৪ বছর আগে ওই ম্যাচ আয়োজনে রাইসউদ্দিন বড়
ভূমিকা রেখেছিলেন।