ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় স্কুল শিক্ষিকা নাছিমা আহাম্মেদের দাফন সম্পন্ন
Published : Thursday, 21 January, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন \||
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের বাসিন্দা ঢাকা উদয়ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষিকা মোসাঃ নাছিমা আহাম্মেদ (৬৫) দাফন সম্পন্ন করেছেন স্বজনরা। মৃত্যুকালে তিনি স্বামী ও ১ছেলে ১মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের কৃতি সন্তান সোনালী ব্যাংক লিঃ এর সাবেক এমডিও ব্রাহ্মণপাড়া প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও মাসুক এন্ড কোং এর সত্ত্বাধিকারী এফ মি এ মোস্তাক আহাম্মেদের স্ত্রী ছিলেন। এছাড়াও অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ এ এফ এ মাহফুজ এবং সুপ্রীম কোর্টের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের মরহুমা নাছিমা আহাম্মেদ বড় ভাবী ছিলেন।
স্কুল শিক্ষিকা নাছিমা আহাম্মেদ ১৫ জানুয়ারি শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার ঢাকাস্থ বাস ভবনে ইন্তেকাল করেন। শনিবার ১৬ জানুয়ারি নরসিংন্দী জেলার কালিগঞ্জ মরহুমার পিত্রালয়ের পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন স্বজনরা।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি, ব্রাহ্মণপাড়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান, উপজেলা সদর ইউনিয়ন ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি শাহজাহানসহ আরও অনেকে।
এদিকে স্কুল শিক্ষিকা নাছিমা আহাম্মেদের মৃত্যুতে ব্রাহ্মণপাড়া প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শোক সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।