ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী মূল হোতা গ্রেফতার।
Published : Thursday, 21 January, 2021 at 2:19 PM
অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী মূল হোতা গ্রেফতার।র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ জানুয়ারি ২০২১ ইং তারিখ গভীর রাতে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন মতলব দক্ষিণ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বহুল আলোচিত একাধিক “মোবাইল অ্যাপসের” মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী মূল হোতা চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার হাজী মোঃ বাদশা প্রধান এর ছেলে মোঃ আলমাছ প্রধান (৩৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময়ে তার নিকট থেকে জুয়া খেলার নগদ ২,৬৫,০০০/- (দুই লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা, জুয়া খেলার অ্যাপস সম্বলিত ০৫টি মোবাইল, একটি ৫ লক্ষ টাকার ব্ল্যাংক চেক ও ২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল। এছাড়া তার এই অপকর্মের সাথে আরো অনেকেই জড়িত রয়েছে বলে জানা যায়।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় আইনানুগ ব্যব¯’া গ্রহণ প্রক্রিয়াধীন। ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।