ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিরল প্রজাতির ঈগল উদ্ধার
Published : Thursday, 21 January, 2021 at 2:26 PM
বিরল প্রজাতির ঈগল উদ্ধার ভোলার ইলিশায় একটি পুকুর পাড় থেকে বিরল প্রজাতির ঈগল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ঈগলটির ওজন প্রায় ১০ কেজি। এর ডানা ৭ ফুট।ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মজিদ মেম্বার বাড়ির পুকুর পাড় থেকে ঈগলটি উদ্ধার করা হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, উড়ন্ত একটি ঈগল পুকুর পাড় থেকে স্থানীয়রা উদ্ধার করে। পরে তারা পুলিশে খবর দিলে ঈগলটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয়। ভোলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ কুমার মজুমদার জানান, ঈগলটি দুর্বল হয়ে পড়লে বন বিভাগ আমার কাছে নিয়ে আসে। আমি প্রাথমিক চিকিৎসা দেই। তিনি আরও জানান, উদ্ধার ঈগলটি বাইরের কোনো দেশ থেকে এসেছে। প্রচণ্ড শীতে খাদ্যের অভাবে পথ হারিয়ে এখানে আসে। এ প্রজাতির ঈগল পাখি বড় বড় পাহাড়ি অঞ্চলে থাকে।