স্যামসাংয়ের উত্তরাধিকারীর আড়াই বছর কারাদণ্ড
Published : Thursday, 21 January, 2021 at 3:16 PM
স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির উত্তরাধিকারী হিসেবে
বিবেচিত জেই ওয়াই লি-কে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার আদালত।
বিবিসি আজ সোমবার এ খবর প্রকাশ করেছে।
জেই ওয়াই লিকে স্যামসাংয়ের ভবিষ্যত প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
২০১৪ সালে লির বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন থেকে
স্যামসাংয়ের প্রধানের দায়িত্ব কার্যত ছিল লির হাতেই। গত বছর তার বাবার
মৃত্যু হয়। দণ্ডিত হওয়ার কারণে স্যামসাংয়ের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া
থেকে সরে যেতে হতে পারে লিকে। এতে স্যামসাং ইলেকট্রনিক্সের ভবিষ্যত নিয়ে
শঙ্কা তৈরি হতে পারে।
উল্লেখ্য, ২০১৭ সালে গ্রেফতার হন লি। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
পার্ক জিউন হাইকে ঘুষ দেওয়ার অভিযোগের পাশাপাশি তহবিল আত্মসাৎ এবং অন্যান্য
বেশ কিছু অভিযোগে জেই ওয়াই লি'কে দোষী সাব্যস্ত করে আদালত। সম্প্রতি
দুর্নীতির অভিযোগে পার্ক জিউন হাইকে দেওয়া কারাদণ্ডও বহাল করেছে দেশটির
আদালত।