Published : Saturday, 23 January, 2021 at 12:00 AM, Update: 23.01.2021 1:10:26 AM
ফারুক
আল শারাহ: কুমিল্লার মনোহরগঞ্জে আকস্মিক সফরে এসেছেন স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। শুক্রবার (২২ জানুয়ারি)
দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে তিনি নিজ গ্রাম পোমগাঁও আসেন। তাকে বহনকারী
হেলিকপ্টারটি পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে
নামার পরপরই মন্ত্রীকে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,
জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন,
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার ফারুক আহমেদ,
মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান
অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম,
জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার প্রমূখ।
পরে স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. মো. তাজুল ইসলাম স্থানীয় মসজিদে
জুমআর নামাজ আদায় করেন। নামাজ পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,
‘দেশের উন্নয়নে-মানুষের কল্যাণে জনপ্রতিনিধিদের ন্যায় বিচারক হিসেবে কাজ
করতে হবে’।
নামাজ শেষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,
জনপ্রতিনিধি ও সর্বস্তরের নেতৃবৃন্দ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় মন্ত্রী নিজ নির্বাচনী এলাকার সার্বিক খোঁজ খবর নেন। আসরের নামাজ
শেষে মন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে মনোহরগঞ্জ ত্যাগ করেন।