![চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে মাছ সহ জেলে আটক চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে মাছ সহ জেলে আটক](http://comillarkagoj.com/2021/01/23/1611404959.jpg)
চাঁদপুর নৌ থানা পুলিশের বিশেষ অভিযানের আওতায় শুক্রবার ২২ জানুয়ারি গভীর রাতে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ সহ পাচারকালে ৪ জেলেকে আটক করেছে। জব্ধকৃত জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা এবং হতদরিদ্রদের মাঝে গতকাল ২৩ জানুয়ারি শনিবার সকালে বিতরণ করা হয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জহিরুল হকের নেতৃত্বে নৌ পুলিশ সদস্যরা শুক্রবার রাতে গোপন সংবাদের খবর পেয়ে দক্ষিন অঞ্চল থেকে ঢাকাগামী কর্ণফুলী-১২, আল-ওয়ালিদ-৯ নামের যাত্রীবাহী ২টি লঞ্চে অভিযান চালিয়ে ৭শ কেজি জাটকা ইলিশ সহ ৪ ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতহলো মৎস্য ব্যবসায়ী কামাল হোসেন (২০), সবুজ (২৩), হাসান বেপারী (১৯) ও মোশারফ হোসেন (৩৫) কে আটক করতে সক্ষম হয়। গতকাল শনিবার সকালে এসব জব্ধকৃত মাছ ১৫/১৬টি মাদ্রাসা ও এতিমখানায় এবং ¯’ানীয় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। মৎস্য আইনের আওতায় এসব মাছ পাচার করার অপরাধে আটক ৪ জন ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।