ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সজলকে বিয়ের সাক্ষী করলেই সংসার সুখের হয়!
Published : Saturday, 23 January, 2021 at 6:45 PM
সজলকে বিয়ের সাক্ষী করলেই সংসার সুখের হয়! সজল বিয়েতে সাক্ষী দিলেই সংসার সুখের হয়। এমন গুজবের পর সবাই হুমড়ি খেয়ে তাকে বিয়েতে সাক্ষী করতে চাইছে। শহরের নামকরা মাস্তান পর্যন্ত তাকে অপহরণ করে নিয়ে যায় বিয়েতে সাক্ষী দেয়ার জন্য। এই সুযোগকে কাজে লাগিয়ে সজলও খুলে বসেন সাক্ষী অফিস। কিন্তু সমস্যা তৈরি হয় তার বান্ধবী ঊর্মিলা শ্রাবন্তী করের বিয়েতে সাক্ষী হওয়া নিয়ে। কারণ সজল তাকে ভালোবাসে। তবে সজলের বন্ধুর চালাকির কারণে শেষ পর্যন্ত সাক্ষীমানব হিসেবে খ্যাত সজলের সাথেই ঊর্মিলার বিয়ে হয়।
এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে বিটিভির সাপ্তাহিক নাটক ‘সাক্ষীমানব’। ইশতিয়াক আহমেদের চিত্রনাট্য ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, ঊর্মিলা শ্রাবন্তী কর, সেলিম কামাল, তাসমিয়া তামান্না, শাওন মজুমদারসহ অনেকেই। সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজিত নাটকটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঢাকা কেন্দ্র থেকে ৩০ জানুয়ারি রাত ৯টায় সম্প্রচারিত হবে।