ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুজিববর্ষে শেখ হাসিনার উপহারের ঘর পেল ব্রাহ্মণপাড়ায় ভূমি ও গৃহহীন পরিবার
ইসমাইল নয়ন
Published : Saturday, 23 January, 2021 at 8:28 PM
মুজিববর্ষে শেখ হাসিনার উপহারের ঘর পেল ব্রাহ্মণপাড়ায় ভূমি ও গৃহহীন পরিবারভূমিহীন-গৃহহীনদের একটি সুন্দর ঘরের স্বপ্ন পূরণের প্রথম ধাপে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আধাপাকা ঘর পেল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুই ভূমি ও গৃহহীন পরিবার। শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে ঘর বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ভূমি ও গৃহহীন পরিবারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর বুজিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা।
    এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা আ’লীগের সধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, মাধবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক, সদস্য সফিউদ্দিন আহমেদ সোহেব সরকার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। অনুষ্ঠানে, উপজেলার মাধবপুর ইউনিয়নের মৃত ছাওয়াল মিয়ার মেয়ে আরজিনা আক্তার ও দুলালপুর ইউনিয়নের ইয়াকুব আলীর স্ত্রী কুহিনুর বেগমকে প্রথম ধাপে বেসরকারি ভাবে নির্মান করা মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভূমি ও ঘর বুজিয়ে দেওয়া হয়।