ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা সৈনিক আলী তাহের মজুমদার সমাহিত
মো. মিজানুর রহমান
Published : Saturday, 23 January, 2021 at 10:26 PM
অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা সৈনিক আলী তাহের মজুমদার সমাহিতভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আলী তাহের মজুমদার (১০৪)  গতকাল শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
গতকাল বিকেল ৫টায় তাঁর নিজ বাড়ি সংলগ্ন উত্তর রামপুর-চাঁদপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্টীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্বে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল হাই বাবলু।
অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা সৈনিক আলী তাহের মজুমদার সমাহিত
এসময় উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেভাশীষ চৌধুরী জাতীয় পতাকা দিয়ে তাঁর কফিন ঢেকে দেন। জানাজায় নামাজে ইমামতি করেন মরহুমের নাতী হাফেজ রাব্বী। জানাজায় লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বি.কম, জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মমিন ফেরদৌস, কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক এস এ বারী সেলিম, কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা সরকারী কলেজের সাবেক জিএস জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিম, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মনির মৈশান, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ভূঁইয়া, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গাজী মো. ছাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আজাদ হোসেন, মহানগর যুবলীগের সদস্য দুলাল হোসেন অপু, সমাজ সেবক আব্দুল হালিম মজুমদার, মুন্সিরহাট অহিদুল হক ডিগ্রী কলেজের প্রভাষক ফাহাদুল ইসলামসহ বিপুল সংখ্যক জনতা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেছেন।