ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত খুলছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়
Published : Monday, 25 January, 2021 at 12:00 AM, Update: 25.01.2021 12:16:16 AM
সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত খুলছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়মাধ্যমিক ও উচ্চশিা অধিদপ্তর (মাউশি) থেকে চার ফেব্রুয়ারির মধ্যে শিা প্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতির নির্দেশনা দিলেও সরকারী নির্দেশনা না আসা পর্যন্ত খুলছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
২৪ জানুয়ারি (রোববার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই তথ্য জানান৷
অধ্যাপক ড. আবু তাহের বলেন, 'মাউশি নির্দেশনা দিয়েছে স্কুল, কলেজগুলোকে আর বিশ্ববিদ্যালগুলোকে নির্দেশনা দিবে ইউজিসি। সরকারী নির্দেশনা পেলেই বিশ্ববিদ্যালয়গুলো খোলার প্রস্তুতি নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় কখন খুলবে সেটি খোলার এক সপ্তাহ আগেই জানা যাবে। আমরা খোলার নির্দেশনা পেলেই বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা করার প্রস্তুতি নিবো।'
উল্লেখ্য, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে উর্ধ্বতন কর্তৃপরে আদেশ পাওয়া মাত্র যেন শিা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় সেজন্য আগামী চার ফেব্রুয়ারির মধ্যে সকল শিা প্রতিষ্ঠানকে প্রস্তুতি নিতে গত ২২ জানুয়ারি ( শুক্রবার) নির্দেশনা দেয় মাউশি৷