Published : Wednesday, 27 January, 2021 at 12:00 AM, Update: 27.01.2021 1:11:34 AM
জেলাপর্যায়ে
আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে জেন্ডার ভিত্তিক সহিংসতা, পাচার
ও উগ্র সহিংসতার শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ক ইস্যু নিয়ে
সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কুমিল্লার জেলা ও দায়রা
জজ আদালত ভবনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবদুল্লাহ আল মামুন। অধিবেশনে আরো উপস্থিত
ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার
শাহরিয়ার মোঃ মিয়াজী, জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সহকারী জজ) ফারহানা
লোকমান, জেলা পিপি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা বারের সভাপতি আবদুল মমিন
ফেরদৌসসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ণ সংস্থার প্রতিনিধিসহ অন্যান্যরা।
অধিবেশনে
সভাপতি জানান, জেন্ডার ভায়োলেন্স এবং মানবপাচারের মত সহিংসতার শিকার হলে
ভুক্তভোগীরা যেন লিগ্যাল এইডের সহায়তা নেয়। এসব অপরাধের সাথে জড়িতরা কেউ
যেন বিচারের বাইরে না থাকে সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এব্যাপারে
সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি সচেতন এবং অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে।
জেলাপুলিশের
পক্ষ থেকে জানানো হয়, সহিংসতার শিকার নারীরা যেন থানায় অভিযোগ করতে গিয়ে
কোন ধরনের অস্বস্তিবোধ না করেন এজন্য প্রতিটি থানায় একজন নারী কর্মকর্তার
মাধ্যমে হেল্পডেস্ক করা আছে। সেখানে গিয়ে নারীরা তাদের সমস্যার কথা সহজে
বলতে পারবেন। এছাড়া নারীর নিরাপত্তা নিশ্চিতে খুব শীঘ্রই জাতীয়ভাবে নিরাপদ
সাইবার স্পেস প্রোগ্রাম নামে একটি বিশেষ কর্মসূচী জাতীয়ভাবে গ্রহন করা
হচ্ছে।
অধিবেশনে বক্তারা জানান, জনগণের দুয়ারে আইনগত সকল সেবা পৌছে
যাবে। বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সব ধরনের সুয়োগ লিগ্যাল এইড অফিস
পৌছে দেবে সাধারণ মানুষের কাছে।
অধিবেশনে লিগ্যাল এইড অফিস ও এইড কুমিল্লার যৌথ আয়োজনে অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়ে বিগত দিনের কার্যক্রম তুলে ধরা হয়।