Published : Wednesday, 27 January, 2021 at 12:00 AM, Update: 27.01.2021 1:12:18 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় আলোচিত যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানী হত্যা
মামলার আসামি ওয়ার্ড কাউন্সিলর ও মহানগ স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস
সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ঢাকার শাহাবাগ এলাকা থেকে তাকে
গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন
(পিবিআই)। এদিন সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই
কুমিল্লার পুলিশ সুপার মিজানুর রহমান। গ্রেপ্তার সাত্তার এ মামলার ২নং
আসামি।
পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ এলাকা থেকে কাউন্সিলর সাত্তারকে গ্রেপ্তার করা
হয়েছে। তাকে কুমিল্লায় আনা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে প্রেস ব্রিফিং করা
হবে।
গ্রেপ্তার আবদুস সাত্তার (৩৪) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নং
ওয়ার্ডের কাউন্সিলর ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। সেই
ওয়ার্ড ওয়ার্ডের গোয়ালমথন এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে।
মামলার সূত্রে
জানা যায়, গেলো বছরের ১১ নভেম্বর সকালে কুমিল্লা নগরীর চৌয়ারা এলাকায়
প্রকাশ্যে যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা
করে। হত্যাকা-ের ঘটনায় তার ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে হত্যার
ঘটনায় জড়িত ২৪ ব্যক্তিকে আসামি করে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি
মামলাটি দায়ের করেন। ওই মামলায় স্থানীয় আরেক কাউন্সিলর (২৫ নং ওয়ার্ড) আবুল
হাসানকে প্রধান ও সাত্তারকে দ্বিতীয় আসামী করা হয়। মামলাটি কুমিল্লা সদর
দক্ষিণ থেকে আদালতের নির্দেশে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব
ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেয়া হয়।