চাষাবাদে শ্রমিক সংকট মোকাবেলায়, কৃষিবান্ধব যন্ত্র “রাইস ট্রান্সপ্লান্টার” দিয়ে রোপন করা হ”েছ ধানের চারা। এতে সাশ্রয় হবে সময় ও অর্থের। এই যন্ত্রটি কৃষকদের মাঝে জনপ্রিয় করতে কাজ করে যা”েছন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি রবি মৌসুমে সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও রাকিব হাসান। মঙ্গলবার সকালে ইউসুফপুরে প্রায় ১৫০ বিঘা জমিতে চাষাবাদে এ প্রযুক্তির উদ্বোধন করেন তিনি। এসময় উপ¯ি’ত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনজিত মল্লিক, উপ-পরিচালক মো. শহীদুল হক, জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা তারিক মাহমুদল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক মো. সিরাজদ্দিন হোসাইন।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে ইউসুফপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রাকিব হাসান। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষিবান্ধব। প্রতি বছরই কৃষকদের জন্য হাজার হাজার কোটি টাকা বর্তুকি দিয়ে আসছে। আজকে যে প্রযুক্তির মাধ্যমে ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে তা আপনাদের সময় ও অর্থের ব্যয় কমাবে। আমি বিশ^াস করি, প্রতিটি কৃষকই এ প্রযুক্তির মাধ্যমে লাভবান হবেন। তিনি আরও বলেন, সরকার আপনাদের বিনামূল্যে সার, বীজ, কিটনাশকসহ বিভিন্ন প্রণোদনা দি”েছ। এতে সরকারের হাজার হাজার কোটি টাকা বর্তুকি যা”েছ। কেন দি”েছ? আপনারা যেন ভালো ফসল উৎপাদন করতে পারেন। এ সরকার কৃষকদের জন্য আরও অনেক সুযোগ সুবিধার ব্যব¯’া করবে। উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাইদুজ্জামান। এসময় ¯’ানীয় কৃষক/কৃষানী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন।
কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজ বলেন, যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, খামার যান্ত্রিকিকরণ ও খরচ কমিয়ে কৃষককে উৎসাহিত করার লক্ষ্যে দেবিদ্বার উপজেলায় এ মৌসুমে সরকারি প্রণোদনার আওতায় উপজেলার ১২০ জন কৃষকের ১৫০বিঘা জমিতে বিনা খরচে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে হাইব্রীড ধানের চারা রোপন কার্যক্রম শুরু করা হয়েছে।