চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে
বিএনপি মনোনীত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনির কোনো
এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে
নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে লালখান বাজার মোড়ে
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনোয়ারা বেগম। এ সময় তিনি ভোট বর্জনের ঘোষণা
দেন।
তিনি আরও বলেন, ‘২০০৫ সাল থেকে টানা তিনবার নির্বাচিত হয়ে আসছি। এবারের
নির্বাচনে আমার ৩১৪ এজেন্টের সবাকে বের করে দিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা।
আমি এই নির্বাচন বর্জন করলাম।’
এ সময় তার মতো সব বিএনপি প্রার্থীকেও নির্বাচন বর্জনের আহ্বান জানান মনোয়ারা বেগম। তিনি বলেন, ‘এখনই এ নির্বাচন স্থগিত করতে হবে।’
চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন
২২৬ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে ৩৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে
প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১৬৯ জন। বাকি দুই ওয়ার্ডে ওই পদে নির্বাচন হচ্ছে
না। সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে নির্বাচন করছেন ৫৭ জন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ৪১ ওয়ার্ডে ৭৩৫টি ভোট কেন্দ্রে তৈরি
করা হয়েছে ৪ হাজার ৮৮৬টি বুথ। এসব কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে
দায়িত্ব পালন করছেন ৭৭৫ প্রিসাইডিং অফিসার, ৪ হাজার ৮৮৬ সহকারী প্রিসাইডিং
অফিসার ও ৯ হাজার ৭৭২ পোলিং অফিসার।